Uncategorized

ব্লাক টি যেভাবে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করে!

কিডনি সমস্যায় ব্লাক টি ঔষধের মত কাজ করে। চলুন জেনে নেয়া যাক, ব্লাক টি সম্পর্কে ইকবাল সিদ্দিকী কি বলেন।

“এক মাস আগে আমার সিরাম ক্রিয়েটিনিন ছিলো 1.9mg/dl. চিন্তিত হয়ে ফোন করলাম Alamgir Alam ভাইকে। তিনি বললেন, " চিন্তার কিছু নেই, প্রতিদিন খালি পেটে 'ব্ল্যাক টি' খান, ঠিক হয়ে যাবে।" তাঁর পরামর্শ মেনে একই জায়গায় আবারও পরীক্ষা করালাম। আলহামদুলিল্লাহ আজকের রিপোর্ট অনুযায়ী ক্রিয়েটিনিনের মাত্রা 1.5mg/dl. কৃতজ্ঞতা আলমগীর আলম ভাইয়ের প্রতি, কোন প্রকার ওষুধ ছাড়াই আমাকে স্বস্তি দেওয়ার জন্য।”
-ইকবাল সিদ্দিকী

ব্লাক টি বানানোর কৌশল: দেড়কাপ পানিতে এক টেবিল চামচ সাধারণ চা মিশিয়ে জ্বাল দিয়ে এককাপে নামিয়ে আনতে হবে। এরপর সেই চা ছেঁকে কোন কিছু না মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। চা খেতে বিস্বাদ তিতা লাগবে, অনেক সময় বমি বমি লাগতে পারে। চা খাওয়ার ৪৫ মিনিট অন্য কিছু খাওয়া যাবে না। ৩০ দিন নিয়মিত খেয়ে ক্রিটিনিন টেষ্ট করুন।

ব্লাক টি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

যারা কিডনি সমস্যা ভুগছেন, প্রস্রাব জণিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কালো চা একটি চমৎকার প্রাকৃতিক সমাধান। কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া, বিনা ঔষধে শুধু চা পান করে কিডনির ক্রিটিনিন কমবে। এছাড়া পেটের সমস্যাও দূর করে কালো চা। চা বানানোর পদ্ধতি : বাজারে কিনতে পাওয়া যায় সাধারণ চাপাতা দেড়কাপ পানিতে একচা চামচ চাপাতা দিয়ে জ্বাল দিন, এককাপ পরিমাণে হলে সেই চা ছেঁকে দুধ চিনি ছাড়া সকালে খালি পেটে পান করুন। সারাদিনে ১বার পনের দিন পান করে ক্রিয়েটিনিন বেশি থাকলে পরিক্ষা করে দেখুন। এই সহজ পদ্ধতি যে কোন মানুষ করতে পারেন।
আলমগীর আলম

ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেসার বিশেষজ্ঞ

Leave a Reply