লাল রঙের সবজি
টমেটো। এর প্রধান ফাইটোনিউট্রিয়েন্টস হলো লাইকোপিন, ফোলেট, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে-ওয়ান। এগুলো আপনার শরীরে লুকিয়ে থাকা ইনফ্লামেশন কমাবে। অ্যান্টি–অক্সিডেন্ট হৃৎস্বাস্থ্যের উপকার করবে, সূর্যরশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতি কমাতে পারে এবং কিছু ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
গাজর, মিষ্টি আলু, হলুদ মরিচ, কুমড়া, শীতকালীন স্কোয়াশ ও ভুট্টা। এগুলোয় ফাইটোনিউট্রিয়েন্টস ও ক্যারোটিনয়েডের (বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোক্সানথিন) সঙ্গে প্রধান ভিটামিন ও খনিজ, ফাইবার, ফোলেট, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সির মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যা থেকে মিলবে অ্যান্টি–অক্সিডেন্ট। এটা বয়সের ছাপ কমাবে, হৃদ্যন্ত্র ভালো রাখবে, দৃষ্টিশক্তি ঠিক রাখবে, ক্যানসারের ঝুঁকি কমাবে, লিভার ভালো রাখবে, ঠান্ডা কমাবে এবং সেই সঙ্গে লিপিডের ভারসাম্য রক্ষা করবে।
সবুজ সবজি
শসা, কাঁচা পেঁপে, ব্রকলি, অ্যাসপারাগাস, সবুজ বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, সবুজ গুল্ম, লেটুস, ধনেপাতা, পুদিনাপাতা। এতে প্রধান ফাইটোনিউট্রিয়েন্টস হলো ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড, ক্রুসিফেরাস, ইনডোলস, আইসোথিওসায়ানেটস, গ্লুকোসিনোলেটস। আরও থাকে ভিটামিন, মিনারেলে, ফাইবার, ফোলেট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ ও ভিটামিন কে-ওয়ান। এসব উপাদান শরীরের সব ধরনের ইনফ্লামেশন কমাবে, ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি কমাবে, হজমজনিত সমস্যা দূর করবে, ঘুম ঠিক হবে এবং চেহারায় লাবণ্য ফেরাবে।
নীল ও বেগুনি সবজি
লাল–বেগুনি বাঁধাকপি, বেগুন। এতে ভিটামিন ও খনিজ হিসেবে আছে ফাইবার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ভিটামিন বি–সিক্স, ভিটামিন সি ও ভিটামিন কে-ওয়ান। এসব উপাদান আপনার স্নায়বিক রোগের ঝুঁকি কমাবে, অস্থিতে শক্তি আসবে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়াবে, আপনার টাইপ–টু ডায়াবেটিসের ঝুঁকি কমাবে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
কালচে লাল সবজি
বিট, শালগম, বরবটি। এগুলোর প্রধান ফাইটোনিউট্রিয়েন্টস হলো ভিটামিন ও খনিজ। আরও থাকে ফাইবার, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ভিটামিন বি–সিক্স। এসব উপাদান উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাবে, হৃদ্যন্ত্র ভালো রাখবে, হৃৎস্পন্দনের হার ঠিক রাখবে, ক্যানসারের ঝুঁকি কমাবে, অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়াবে, যার কারণে শরীরে কোনো টিউমার হতে দেবে না।
সাদা ও বাদামি সবজি
ফুলকপি, রসুন, পেঁয়াজ, মাশরুম, মুলা ও সাদা আলু। এতে প্রধান ফাইটোনিউট্রিয়েন্টস ভিটামিন ও খনিজ, ফ্ল্যাভোনল, ফ্ল্যাভোনস, অ্যালিসিন, ফাইবার, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ভিটামিন বি–সিক্স, ভিটামিন কে-ওয়ান থাকে, যা কোলন ক্যানসারের ঝুঁকি কমাবে, হজমশক্তি বাড়াবে, পেটের ক্রনিক সমস্যা থাকলেও দূর করবে।
সালাদ খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে প্রধান খাবারের আগে, যেন আপনার ভাত, রুটি, মাছ ও মাংস কম লাগে। যাঁরা কাঁচা সবজি খেতে পারবেন না, তাঁরা স্টিম করে খেতে পারবেন। তাতে ফাইটোনিউট্রিয়েন্টস কমে গেলেও উপকার পাওয়া যাবে।
ছবি: পেকজেলসডটকম