প্রকৃতি : প্রাকৃতিক নিরাময় কেন্দ্র সম্পর্কে

সচারচর জিজ্ঞাসাসমূহ

প্রকৃতি’র কিছু কথা

পাবলিক হেলথ ফাউন্ডেশনের গবেষণা থেকে একটি ভয়ংকর তথ্য পাওয়া গেছে। তাহল- “বাংলাদেশে প্রতিবছর ৬৪ লাখ মানুষ চিকিৎসা খরচ মিটিয়ে দরিদ্র হয়ে পড়ে”। ‘প্রকৃতি’ মনে করে মানুষের বেঁচে থাকার জন্য বিষমুক্ত খাদ্য এবং অসুখ হলে পার্শ্বপতিক্রিয়া বিহীন ঔষধই দিতে পারে মানুষের বেঁচে থাকার মূল স্বাদ। সেক্ষেত্রে খাদ্য-পথ্য ও আকুপ্রেসারই মূল হাতিয়ার হতে পারে।

প্রকৃতি - প্রাকৃতিক নিরাময় কেন্দ্র কি নিয়ে কাজ করে?
জীবনের সুখ নির্ভর করে সুস্থতায়। আর সুস্থতা নির্ভর করে সঠিক সময়ে, সঠিক খাবার গ্রহণে। প্রকৃতি মূলত এই ধারণাটিই সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে।
প্রকৃতির ঠিকানা কোথায়?

প্রকৃতি - প্রাকৃতিক নিরাময় কেন্দ্রের ঠিকানা: ২৯, বঙ্গবন্ধু অ্যাভিনিউ (৩য় তলা), ঢাকা।

গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ২নং গেটের উল্টো পাশে লোটো জুতোর শোরুমের উপরে, ৩য় তলায়।

অফিস কখন খোলা থাকে?

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রকৃতি’র অফিস খোলা থাকে।
সাপ্তাহিক ছুটির দিন: শুক্রবার।
অন্যান্য ছুটি: সকল সরকারি ছুটির দিনে প্রকৃতি’র কার্যক্রম বন্ধ থাকে।

কল করতে চাই, ফোন নম্বরটা দরকার।

কল করুন: 01710935544
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কল দিবেন প্লিজ।