তুলসী বীজ : পাইলস্ নিরাময় কার্যকর
তুলসী বীজে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজম সংক্রান্ত সমস্যা দূর করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস সমস্যা হয়ে থাকে। যেহেতু তুলসী বীজ কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, তাই নিয়মিত তুলসী বীজ সেবনের দ্বারা পাইলস থেকে মুক্তি পাবেন।
তুলসী বীজ এর কিছু উপকারিতা:
- প্রদাহ কমায়: তুলসী বীজে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা পাইলসের সাথে যুক্ত ব্যথা, ফোলাভাব এবং লালভাব কমাতে সাহায্য করে।
- রক্তচলাচল উন্নত করে: তুলসী বীজ রক্ত চলাচল উন্নত করতে সাহায্য করে, যা পাইলসের রক্ত জমাট বাঁধা কমাতে এবং নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে।
- তুলসী বীজের ফাইবার: তুলসী বীজে ফাইবার থাকে যা হজম সমস্যা উপশম করতে সাহায্য করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: তুলসী বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তুলসী বীজ শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে।
তুলসী বীজ সেবনের উপায়:
- এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ তুলসী বীজ ভিজিয়ে রাখবেন।
- ৭/৮ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানিসহ তুলসী বীজ পান করে নিবেন।
- সকালে ভিজিয়ে রেখে রাতে খেতে পারেন অথবা, সন্ধ্যায় ভিজিয়ে রেখে পরদিন সকালে খেতে পারেন।
মসলা চা কোথায় পাবেন?
- প্রকৃতি’র ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন।
- অথবা সরাসরি প্রকৃতি – প্রাকৃতিক নিরাময় কেন্দ্র অফিসে এসে সংগ্রহ করতে পারেন।
- অফিস: ২৯, বঙ্গবন্ধু অ্যাভিনিউ (৩য় তলা), গুলিস্তান, ঢাকা।
- প্রয়োজনে: 01710-935544 (10 AM to 7 PM)