প্রকৃতি সম্পর্কে কিছু কথা

প্রকৃতি : প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

সুস্থভাবে বাঁচতে ড্রাগের চেয়ে পথ্য বেশি জরুরী।

প্রতিষ্ঠাতার কিছু কথা

বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ পরিবার শুধু আপনজনের চিকিৎসা করতে গিয়ে ভিটিমাটি, ব্যবসা, জমানো টাকা খরচ করে নিঃস্ব হয়ে যাচ্ছে।

প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

প্রকৃতি’র পরামর্শ হচ্ছে খাদ্য নির্বাচনে সতর্ক হোন, খাদ্যই যেন পথ্য হিসেবে কাজ করে।

মনে রাখবেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেসার বিশেষজ্ঞ

আলমগীর আলম

আমি ডাক্তার নই, কিন্তু মানুষ কিভাবে ঔষধ ছাড়া সুস্থ হবে তার উপায়গুলো বলি। জীবনধারা ও আকুপ্রেসার দিয়ে মানুষ তার কঠিন জটিল রোগ থেকেও মুক্ত হতে পারে।

প্রকৃতি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পড়াশোনা, প্রয়োগ এবং গবেষণা করতে গিয়ে যা জানলাম তা হলো মানুষ অসুস্থ হচ্ছে শুধুমাত্র লাইফ ষ্টাইলের কারণে, মানুষের অসুখ বিসুখ যা হচ্ছে তার বড় অংশ পরিবেশ দূষণ বিশুদ্ধ পানির অভাব, বিষাক্ত রাসায়নিকে উৎপাদিত খাদ্যই মানুষের অসুখের বড় কারণ। সেই সাথে ভূল খাবার! যেমন- যে খাবার সকালে খেলে ভাল রাতে খেলে খারাপ সেই সকল খাদ্য গ্রহণের কারণে খাদ্যেও গুণাগুন পাওয়া যাচ্ছে না বরঞ্চ খাদ্য বিষ হয়ে আামদের শরীর বিষাক্ত করে দিচ্ছে পরিণামে অসুখ।

অসুস্থ্য হলে আমাদের ডাক্তার, হাসপাতাল, ঔষধ নির্ভর ব্যবস্থা মুনাফা কেন্দ্রিক হওয়ায় স্বাস্থ্য সেবা আশা করা যায় না, স্বাস্থ্য সেবা ক্রয় করতে হয়। বহুজাতিক কোম্পানীদের মুনাফা লাভের আগ্রাসী বিপণন ব্যবস্থা স্বাস্থ্যখাতকে করে তুলেছে এক বিষাক্ত কারখানা।

তাই প্রাকৃতিক খাদ্য পথ্যগুলো আবার সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। সুস্থ থাকুন, প্রকৃতির সাথে।