আকুপ্রেসার

রক্ত জমাট জনিত সমস্যা থাকলে কি করবেন ?

রক্ত জমাট জনিত সমস্যা
মানবদেহে রক্ত ​​সাধারণত তরল অবস্থায় থাকে।
রক্ত মাঝে মাঝে ঘন এবং জমাট বাঁধতে পারে, যেমনটি হয় যখন একটি কাটা স্বাভাবিকভাবে নিরাময় হয়। শিরা বা ধমনীর ভিতরে রক্ত ​​জমাট বা জমাট বাঁধা খুব বিপজ্জনক হতে পারে।
শরীরের নিয়মে রক্ত সাড়া শরীরে ঘুরবে, এই ঘুরাটা বন্ধ বা মন্থর হলেই শুরু হয় নানা জটিলতা । সারা শরীর জুড়ে স্থানান্তরিত হওয়ার এবং অঙ্গগুলিতে রক্ত ​​​​সরবরাহে কাজে যদি বাধা পরে। রক্তের জমাট বাঁ তখন শরীরে নানা বিপত্তি ঘটতে থাকে। তখন রক্ত ​​কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছাতে না পারে।
এমন অবস্থায় আপনার ক্লট হওয়া দরুন অপারেশন ও প্রয়োজন হতে পারে।
অপারেশন যাওয়ার আগে নিয়মিত আকুপ্রেসার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিনা খরচে। ট্রাই করে দেখতে পারেন। সময় লাগবে কিন্তু কাজ হবে।